অনলাইন ডেস্ক :
ভিয়েতনাম থেকে সরকার চাল আমদানি করছে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শিগগিরই এই চাল এসে যাবে এবং বাজারের চালের দাম স্বাভাবিক হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের একথা জানান।
আগামী নির্বাচন নিয়ে তোফায়েল আমহমেদ বলেন, সব গণতান্ত্রিক দেশেই যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশেও হবে এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাবে।
এর বাইরে সহায়ক সরকার বা অন্যকিছু করার সুযোগ নেই জানিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন এটা নিশ্চিত। কারণ, খালেদার সামনে বিকল্প কিছু নেই।
তিনি আরও বলেন, এইবারের ঈদ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বাজারমূল্য সামগ্রিকভাবে নিয়ন্ত্রণে ছিলো। চালের দাম দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে ১০ শতাংশ ট্যারিফ কমানো হয়েছে।
– বিডি-প্রতিদিন
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।