বার্তা পরিবেশক :
বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ব্যুরো এডিটর তপন চক্রবর্তীর বাবা সুরেশ চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সরবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক কক্সবাজার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, কক্সবাজারের জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজারের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোশিয়শন পক্ষে সভাপতি নজিবুল ইসলাম ।
পৃথক শোকবার্তায় তারা কক্সবাজারের সন্তান তপন চক্রবর্তীর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তার বলেন সুরেস চক্রবর্তীর মৃত্যুতে তার পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়।
বিবৃতিতে শোকাহত তপন চক্রবর্তী এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন।
বার্ধক্যজনিত রোগে ভুগে বাংলাদেশ সময় সোমবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
সুরেশ চক্রবর্তীর বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলা সদরের শ্রীকূল গ্রামে। স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন সুরেশ চক্রবর্তী।