সিবিএন : কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক সাইফুল ইসলামের মাতা শায়েস্তা বেগম (৬৭) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি… রাজেউন)। তিনি আজ ২৭ জুন ভোর ৫টায় অাল ফুয়াদ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমা খুটাখালী ফরেষ্ট অফিস এলাকার বহলতলী সমিতির নেতা মরহুম হাজী মতলব হোসাইনের স্ত্রী ।মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। একই দিন বাদে জুহর মরহুমের জানাযা স্থানীয় কিশলয় স্কুল মাঠে অনুষ্টিত হবে বলে জানা গেছে।
এদিকে অধ্যাপক সাইফুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন- কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং , উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , সিটি কলেজ সকল শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ।
এছাড়াও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা শাহানুর আক্তার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী,সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেছানুল হক হেলালী,ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মংম্রাছিন,বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা শারমিন সিদ্দিকা, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপিকা তসলিমা রশিদ, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ট্যুরিজম বিভাগ প্রধান অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ ,ইংরেজী বিভাগের অধ্যাপক হাশেম উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অধ্যাপক আবুল কালাম আজাদ ,দর্শন বিভাগের প্রধান অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো , ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল আবছার চৌধুরী , মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদুল ইসলাম প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।