বিশেষ সংবাদদাতা
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি কাজিরপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাওনাদার মোস্তাফিজুর রহমান (৩২)। তিনি ওই এলাকার আহমদ হোসেনের ছেলে। গত ২১ জুন পানেরছড়া এলাকার হামলার ঘটনাটি ঘটে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রবিবার (২৫ জুন) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন মোস্তাফিজুর রহমানকে দেখতে গেলে তিনি জানান, ৪ বছর আগে গরুর ব্যবসার কথা বলে ৬ লাখ টাকা ধার নেয় পানেরছড়া এলাকার আবদুল খালেক। এ জন্য স্থানীয় শালিসও হয়েছে। ২০১৩ সালের ৩০ জুনের মধ্যে টাকা পরিশোধের সিদ্ধান্ত দেয় শালিসকারকরা।
তিনি জানান, দীর্ঘদিন পর গত ২১ জুন পাওনা টাকা চাইতে গেলে আবদুল খালেকের নেতৃত্বে স্বশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে তার ছেলে মুফিজুর রহমান, রুহুল আমিন, মিজানুল হক, আহমদ হোসনের ছেলে জাহাঙ্গীর আলম, ফজল করিমের ছেলে জাহাঙ্গীর আলমসহ একদল দৃর্বৃত্ত জড়িত রয়েছে বলে অভিযোগ আহদের স্বজনদের।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।