নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদরের জালালাবাদে বসতবাড়ীতে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল এসময় মূল্যবান নতুন কাপড়-চোপড় নিয়ে গেছে। বর্নিত ইউনিয়নের খামার পাড়াস্হ ছলিম উল্লাহ কাদেরীর বাড়ীতে ২৫ জুন (রবিবার) ভোররাতে এ চুরি সংঘঠিত হয় বলে জানা গেছে।
বাড়ীর বাসিন্দারা জানান, আসন্ন ঈদ উপলক্ষে বাবা-মা, ছেলে-মেয়ে সকলের জন্য গতকাল নতুন পোশাক-পরিচ্ছদ ক্রয় করা হয়েছিল। রাতে সেগুলো রেখে ঘুমাবার পর সেহেরী খাওয়ার জন্য উঠলে দেখা যায় কাপড়-চোপড় সব উধাও হয়ে গেছে। গৃহকর্তা ছলিম উল্লাহ কাদেরী সদরের ইসলামপুর শিল্প এলাকাস্হ মক্কা সল্ট ক্রাশিং ইন্ডাষ্ট্রীজ এর মালিক বলে জানা গেছে।