নিজস্ব প্রতিবেদক
উখিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন (শনিবার) সন্ধ্যার দিকে উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উখিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চলনায় অনুষ্ঠিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দীন চৌধুরী, দৈনিক আমাদের কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহিম শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দীন বাবুল, সহ-সভাপতি আমানুল হক বাবুল, অর্থ সম্পাদক কমরুদ্দিন মুকুল, কার্যকরী সদস্য ফারুক আহমদ, হুমায়ুন কবির জুশান, দোয়া ও ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক জসিম উদ্দীন চৌধুরী, সুলতান মাহমুদ চৌধুরী ও গফুর মিয়া চৌধুরী। এছাড়া ইফতারে সংবাদ পত্রের এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীসহ প্রেসক্লাবের শুভাকাঙ্খিসহ সংগঠনের সিনিয়র অনেকেই উপস্থিত ছিলেন। পরে ইফতারের পূর্বে বিশেষ মোনজাত করেন বাংলাদেশ বেতার কক্সবাজারের ইসলামী আলোচক মাওলানা নুর হোসাইন আজাদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।