সৌদি আরবে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার সন্ধ্যায় দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এ ঘোষণা দেয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে শনিবার মাগরিবের নামাজের পর চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সৌদি আরবে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে বলে জানানো হয়।
শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখার প্রেক্ষিতে রোববার এক সঙ্গে সৌদি আরব, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে ঈদুল ফিতর পালন করার সিদ্ধান্তের খবর পাওয়া গেছে।
এছাড়া অস্ট্রেলিয়া ও জাপানে রোববার ঈদ উদযাপন করা হবে।
– যুগান্তর
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।