ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে তওহিদুল ইসলাম (৩২) নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩জুন) দুপুরে মগনামা ইউনিয়নের মুহুরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি একই এলাকার ডা. নুরু ছফার ছেলে ও মগনামা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি।
আহতের পিতা ডা. নুরু ছফা বলেন, জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা আমার ছেলের উপর হামলা চালায়। এ ঘটনায় সুষ্ঠ বিচার চেয়ে পেকুয়া থানায় আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।