সিবিএন:
চকরিয়ারামপুর চিংড়িজোনে ডাকাতের গুলিতে নুরুল ইসলাম প্রকাশ মাঝু (৫৫) নামের চিংড়িঘের কর্মচারী নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কোরালখালী এলাকার ঘটানটি ঘটে।
নিহত নুরুল ইসলাম প্রকাশ মাঝু কোরালখালী দক্ষিন পাড়ার (পালিয়া পাড়া) ওয়াহেদ আলির ছেলে।
নুরুল ইসলাম চিংড়িজোনে ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার দিলে ডাকাতরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান ওসি।