আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়ায় ওসমান হত্যা মামলার আসামী দা বাহিনীর সদস্য জিয়াবুল হক ওরপে লাল জিয়াবুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত লাল জিয়াবুল চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মছনিয়াকাটা গ্রামের ছিদ্দিক আহমদের পুত্র। ২৩জুন বিকাল ৫টার দিকে বরইতলী গরুবাজার বড়ঘোনা এলাকায় থানার এসআই ও হারবাং পুলিশ ফাড়ির সহকারী ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানাগেছে, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় বনভূমি জবর দখল,প্লট বিক্রি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে মহিউদ্দিন বাহিনীর সদস্য ওরপে দা বাহিনীর সদস্যরা। বিগত ২০১৫সালে ওসমান গনি নামে এক ব্যক্তিকে হত্যা করে ওই দা বাহিনী। ওই হত্যা মামলার আসামী ধৃত লাল জিয়াবুল। তার বিরুদ্ধে আরো ৩টি মামলা রয়েছে।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ধৃত জিয়াবুল প্রকাল লাল জিয়াবুলকে আজ আদালতে পাঠানো হবে। অভিযুক্ত দা বাহিনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।