ওমর ফারুক হিরো :

কক্সবাজারে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে ৫টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘ট্যুর অপারেটর এসেসিয়েশ’নের আহবায়ক কমিটির কর্মকর্তারা একশো পথশিশুর মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা বিতরন করেছে।
এসময় পথশিশুদের কল্যাণ মূলক সংগঠন ‘নতুন জীবন’র সভাপতি ওমর ফারুক হিরু এবং টুয়াকের আহবায়ক এম এ হাসিব বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সিনিয়র সহকারি পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, ট্যুর অপারেটর এসোসিয়েশনের আহ্বায়ক এম এ হাসিব বাদল, যুগ্ন-সম্পাদক তোফাইল আহমেদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস রানা, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার ইলেক্টনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম লিপু, হোটেল সাগরগাও এর পরিচালক শাহেদুল ইসলাম শাহেদ।
এসময় উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন ‘নতুন জীবন’ ও ট্যুর অপারেটর এসেসিয়েশন এর কর্মকর্তারা।
এর আগে বিকেল ৩টার দিকে লাবণী পয়েন্টের মোটেল লাবণীতে অবস্থিত ট্যুর অপারেটর এসোসিশেন কার্যালয়ে ৩২০ পরিবারকে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
এসব শাড়ি-লুঙ্গি বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সিনিয়র সহকারি পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমীসহ টুয়াক বিভিন্ন কর্মকর্তারা।