হারুনর রশিদ,মহেশখালী :
মহেশখালীতে ঝাকজমকপূর্ণ অনুষ্টানের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্টাবাষিকী পালিত হয়েছে। ২৩জুন শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মহেশখালী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বিএ, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, হোয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, এড.আবু তালেব, কুতুবজোমের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, গোরকঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামশুল আলম, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মেম্বার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এড. শেখ কামাল,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সরওয়ার আজম,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন বারেক,উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আবু নাছের রিপন, আব্দুল মান্নান, রেজাউল করিম,এহছানুল করিম, রিদুয়ান রাসেল,শাহ নেওয়াজ,আবুবক্কর ছিদ্দিক, সেলিম, কলিম উল্লাহ। আওয়ামীলীগের নেতাদের মধ্য উপস্থিত ছিলেন- মোস্তাক তালুক দার, নুরুল আমিন, নুরুল আমিন খোকা, নির্মলকান্তি চক্রবর্তী দস্তগীর, ছিদ্দিক মিয়া,সনজিত কুমার চক্রবর্তী । যুবলীগের আহবায়ক সাজেদুল করিম জয়,যুবলীগের নেতা এবাদুল করিম বাদল, জিল্লুর রহমান মিন্টু,বাহাদুর,মনজুর ,শাহজাহান,রবি,জসিম,ফোরকান। পৌর কৃষকলীগের সভাপতি শামশুল আলম,সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমূখ।
প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন-আজ ২৩জুন আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্টাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামীলীগের যাত্রা শুরু হয়। পরিণত হয় দেশের প্রধান রাজনৈতিক দলে। এদেশের আন্দোলন-সংগ্রাওেমর গৌরবোজ্জল ঐতিহ্যের ধারক ওবাহক দলটি। দেশের স্বাধীনতা অর্জনে আওয়ামীলীগ অগ্রণী ভূমিকা পালন করে। সুতরাং আগামী প্রজন্মকে বাংলাদেশ আওয়ামীলীগের ইতিহাস ঐতিহ্য জানতে হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।