রফিক মাহমুদ, উখিয়া :
সরকারের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯৩ নং স্মারকে তার পদোন্নতির তথ্য নিশ্চিত হওয়া গেছে। উখিয়ায় যোগদানের পর থেকে শিবলী নোমান এলাকায় জনবান্ধব কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেন। দীর্ঘদিন ধরে ঘুনেধরা প্রতিষ্টান উখিয়া ভূমি অফিসকে তিনি দালালমুক্ত করার পাশাপাশি মধ্যস্বত্ত্বভোগীদের ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করেন। সেবাপ্রার্থীদের যথা সম্ভব সেবা দিতে আন্তরিক ছিলেন। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তিনি গড়ে তুলেন চমৎকার সেতুবন্ধন ও চেইন অব কমান্ড। মানুষের সেবা ও কাজের গতিশীলতা আনতে বেশ কিছু কর্মপন্থা হাতে নেন তিনি। অফিসের নিরাপত্ত্বা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করেন। অল্প সময়ে এসব কাজ করে তিনি সবার দৃষ্টি কাড়েন । ভূমি অফিসে আনেন আমুল পরিবর্তন। তাই শিবলী নোমানের পদোন্নতিতে উখিয়ার জনগন আনন্দিত।