প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সব দলের অংশ গ্রহনে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। ওই নির্বাচনে কোন অপশক্তি ক্ষমতায় আসলে দেশ বিপন্ন হবে। ব্যাহত হবে উন্নয়নের ধারাবাহিকতা। তাই চলমান উন্নয়ন ও সমৃদ্ধি রক্ষায় আগামী নির্বাচনে আমাদের জিততে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে ভেদাভেদ ভুলে মাঠে ঝাপিয়ে পড়ার আহবান জানান। তিনি বলেন, বড় দলে সমস্যা থাকবে। দল ও নেত্রীর স্বার্থে যিনিই নৌকা প্রতিক নিয়ে আসবে তারপক্ষে কাজ করতে হবে।
তিনি বৃহস্পতিবার উখিয়া উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সহ সভাপতি ও উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম প্রধান শাহ আলম চৌধুরী রাজা, জেলা সহ সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক টিমের সদস্য সচিব এডভোকেট ফরিদুল আলম, সাংগঠনিক টিমের সদস্য জেলা নেতা কবি আদিল উদ্দিন চৌধুরী, সোনা আলী, জিএম কাশেম, বদরুল হাসান মিল্কী, উপজেলা সহ সভাপতি অধ্যক্ষ অধ্যক্ষ শাহ আলম, যুগ্ম-সম্পাদক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, ফরিদুল আলম, মাষ্টার ছৈয়দুল আলম, প্রচার সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন সভাপতি এসএম সৈয়দ আলম, রত্নাপালং ইউনিয়ন সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, পালংখালী সভাপতি এমএ মনজুর, রাজাপালং সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, জেলা কৃষকলীগ নেতা কাজী আকতার উদ্দিন টুনু, উপজেলা যুবলীগ সভাপতি মুজিবুল হক আযাদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন প্রমুখ।