বান্দরবান প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র স্বেচ্ছাধীন তহবিল হতে ১১৬ ব্যক্তি ও প্রতিষ্টানের মাঝে প্রায় ৫৪ লক্ষ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানকে প্রায় ১০ লক্ষ টাকার অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কাযালয়ে এ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হারুন-অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহামদ মাকসুদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পৌর মেয়র ইসলাম বেবী,জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ,সদস্য ক্রা সা প্রুসহ উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বর্গ ও অনুদান প্রাপ্তরা উপস্থিত ছিলেন।
পরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীকে শপথ করানো হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।