এইচ এম রিয়াজ:
পেকুয়া উপজেলা ছাত্র যুবকল্যাণ পরিষদ চট্রগ্রাম এর নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিঠির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্টান সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) চট্রগ্রামস্থ পরিষদের অবস্থায়ী কার্যালয় মেরনসান স্কুলে এণ্ড কলেজে পরিষদের সাবেক সভাপতি এম কাইছার উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ পাঠ করান পরিষদের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশন ড. লায়ন মোহাম্মদ সানা উল্লাহ।
পরে বর্তমান পরিষদের সভাপতি সোহেল আজিমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৩/০১/২০১৭ তারিখে পেকুয়া উপজেলা ছাত্র যুব কল্যাণ পরিষদের নির্বাচন সমাপ্ত হয়। আর এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন সোহেল আজিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ সাদ্দাম হোসেন। ২০/০৬/২০১৭ তারিখে ঘোষণা করা হয় এ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি।
চট্রগ্রাম শহরে অবস্থানরত পেকুয়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ পরিষদ প্রতিষ্ঠালগ্নের পর থেকে চট্রগ্রামস্থ পেকুয়ার শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান ও সমস্যা সমাধানে কাজ করছে পেকুয়া উপজেলা ছাত্র যুবকল্যাণ পরিষদ, চট্রগ্রাম নামের এ সংগঠন।