ঈদের ছুটির কারণে একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়িয়েছে আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। বোর্ড নির্ধারিত দুই দফায় কলেজগুলোতে ভর্তির সময় বেধে দেয়া হলেও ঈদের ছুটির কারণে ২ থেকে ৪ই জুলাই পর্যন্ত তৃতীয় ধাপে ভর্তির বাড়তি সময় দিয়েছে কর্তপক্ষ।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আশফাকুস সালেহীন জানান, এর আগের সিদ্ধান্ত অনুযায়ী দুই দফায় কলেজে ভর্তি হওয়া যেত। প্রথম দফায় ২২ জুন শেষ হবে এই কার্যক্রম। দ্বিতীয় দফায় আগামী ২৮ ও ২৯ জুন। তবে ঈদের কারণে সময় তিন দিন বাড়ানো হয়েছে। আগামী ২ থেকে ৪ই জুলাই তৃতীয় দফায় কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হওয়া যাবে।
তাছাড়া একাদশে ভর্তির সময় বাড়ানোর বিষয়ে আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
– দৈনিক শিক্ষা
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।