হারুনর রশিদ, মহেশখালী:

মহেশখালী উপজেলায় প্রাকৃতিক দূর্যোগ “মোরা” ক্ষতিগ্রস্থ সাগরে নিখোঁজ, মৃত্যু অসহায়, দুস্থ, এতিম , অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২১ জুন সকাল ১১টায় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণগুলো বিতরণ করা হয়। ৫৬০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণেন জন্য মহেশখালী উপজেলার রত্মগর্ভ পিতা বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা গ্রামের হাফেজ নুরুছফার বড় সন্তান, মহেশখালী হাসপাতালের আর এমও ডাক্তার মাহাফুজুল হক এর বড় ভাই ঢাকাস্থ আল-মারকাজুল ইসলামী হসপিটালের এডমিন হাফেজ মোজাম্মেল হক এর তত্ত্বাবাধনে রিলিফের মহেশখালীর মোরায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করেন।
জানা গেছে, উপজেলার পৌরসভার ১৩০জন সহ বড় মহেশখালী, কুতুবজোম, ছোট মহেশখালী ইউনিয়নের প্রায় ৫৬০জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণ কালে কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, ঢাকাস্থ আল-মারকাজুল ইসলামী হসপিটালের এডমিন হাফেজ মোজাম্মেল হক এর ছোট ভাই ব্যবসায়ী নজরুল ইসলাম, মহেশখালী প্রেসক্লাব এর সভাপতি হারুনর রশিদ, নুর হোসেন মেম্বার, ইসলাম মেম্বার, সহযোগিতায় ইউনিয়ন পরিষদে এ মোরায় ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে রিলিফ বিতরণ করা হয়। উপজেলার পৌরসভা, কুতুবজোম এবং বড় মহেশখালী ইউনিয়নের সহ মোট ৫শ ৬০ পরিবারের মধ্যে প্রতিজনকে ১বস্তা চাউল, ২ কেজি খেজুর এবং ৫ কেজি ডাল বিতরণ করা হয়।