বার্তা পরিবেশকঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উৎযাপনে কক্সবাজার সদর উপজেলা থেকে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার আইসিটি বিভাগের সিনিয়র শিক্ষিকা রেবেকা সুলতানা। এই উপলক্ষ্যে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান ২১ জুন বুধবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন সম্মাননাটি প্রদান করেন। তিনি ২০০২ সাল থেকে অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসায় শিক্ষকতা করে আসছেন।
ইতোপুর্বে তিনি সৃষ্টিশীল বিভিন্ন বিষয়ে কৃতিত্বের সাক্ষর রাখেন। তিনি কক্সবাজার শহরস্থ দক্ষিণ টেকপাড়া পাহাড়তলির মরহুম আলহাজ্ব আব্দুল জাব্বার ও ফাতেমা বেগমের মেয়ে এবং টেকনাফ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কবি সিরাজুল হক সিরাজের সহধর্মিণী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।