মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন প্রধান অতিথি ছিলেন। এতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী। এসময় উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো. আবু তাহের মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রফিক, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম বিশেষ অতিথি ছিলেন। এছাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, ফাইতং ইউনিয়ন যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারন সম্পাদক নওয়াব মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক শ্যামল নাথ প্রমুখ ইফতারে উপস্থিত ছিলেন। হাফেজ মোহাম্মদ ইব্রাহীম ইফতারোত্তর মাহফিলের মুনাজাত পরিচালনা করেন।