আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফে দুইশত দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ। চট্টগ্রাম ডিভিশন পুলিশের ডিআইজি এস,এম মনির উজ্জামানের পক্ষে উখিয়া-টেকনাফের সার্কেল চাইলাউ মারমা ২০০ দুঃস্থ মলিহা ও পুরুষদের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

২১ জুন বুধবার বিকাল ২ টায় সাবরাং ইউপি পরিষদে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এতে চাল, ডাল, তেল, ছোলা, চিনি ও সেমাই রয়েছে।

এসময় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন খাঁন, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, যুবলীগ নেতা আবুল কালামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া কক্সবাজার জেলার পোকখালী ও খুরুষ্কুল ইউনিয়নের ৮০০ দুঃস্থ পুরুষ মহিলাদের মাঝে ডিআইজি মনিরুজ্জামান ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলে পুলিশ সুত্র জানিয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশ ইফতার বাবদ বরাদ্ধকৃত অর্থ দিয়ে ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।