এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন পোকখালীর গোমাতলীতে জেলা পুলিশের উদ্যেগে ব্যতিক্রমধর্মী ভাবে প্রাকৃতিক দূর্যোগ বিপন্ন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এতে অসহায় ও পানিবন্দি পাঁচশতাধিক মানুষ ত্রাণ পেয়ে মহা খুশিতে উৎফুল্ল বললেই চলে।
২১ জুন দুপুর বেলায় ইউনিয়নের পশ্চিম গোমাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসনের সভাপতিত্বে এবং পুলিশ তদন্ত কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি এসএম মনির উজ-জামান (বিপিএম,পিপিএম)।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সদর সাকেল ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল কুদ্দুস, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়া, চকরিয়া সাকেল মতিউল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সরওয়ার কাবেরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগর, সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম রোস্তম মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকীসহ এমইউপি, গ্রামপুলিশ সহ সুশীল সমাজের লোকজন অংশ নেন। পোকখালীর গোমাতলীতে অসহায় লোকজন বৃহৎ পরিসরে এই প্রথম বারের মত ত্রাণ পেয়ে খুশির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।