প্রেস বিজ্ঞপ্তি:

রামু উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর হাতে বিএনপি ঘোষিত ভিশন ২০৩০ এর পুস্তিকাটি সরবরাহ করা হয়েছে। ২০জুন (মঙ্গলবার) বিকাল ৩টায় রামু উপজেলা বিএনপি’র গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদুল জনির সৌজন্যে এই বইটি নেতা কর্মীদের কে বিতরণ করা হয়। বিএনপি’র উদীয়মান নেতা মোহাম্মদুল হক জনি জানান, জাতীয়তাবাদী দল’র কেন্দ্রীয় কমিটি’র মৎস্য বিষয়ক সম্পাদক ও (কক্সবাজার-রামু,৩) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নির্দেশে রামু উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে নেতা কর্মীদের হাতে বইটি বিতরণ করেছি। বিএনপি ঘোষিত ভিশন ২০৩০ এই বইটি হাতে পেয়ে নেতাকর্মীদের নতুন ভাবে উজ্জীবিত হতে দেখা যায়। এদিকে জনির সৌজন্যে এই বইটি পেয়ে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠন ও তৃণমূলের নেতা কর্মীরা তাকে অসংখ্য ধন্যবাদ জানান। দেশকে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক ও আত্মমর্যাদাশীল রাষ্টে পরিণত করার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০৩০’ শিরোনামে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন বিএনপি। যা পুস্তিকা আকারে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ও পরিকল্পনা ছিল দলটির। তার ধারাবাহিকতায় বইটি এখন সারাদেশের নেতাকর্মীসহ অসংখ্য মানুষের হাতে পৌছে যাচ্ছে। এই ‘ভিষন ২০৩০’ ঘোষনার পর থেকে বিএনপিতে চাঙ্গাভাব চলছে এবং দলের ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মনে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে বলে জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা জানান।