সৌদি আরবে ক্রাউন প্রিন্সের পদ হারালেন মোহাম্মদ বিন নায়েফ। নতুন ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমান আল সৌদের নাম ঘোষণা করা হয়েছে।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন ক্রাউন প্রিন্স হিসেবে প্রাক্তন ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা করেছেন।
রাজকীয় ফরমানের উদ্বৃতি দিয়ে সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে নতুন ক্রাউন প্রিন্সের নাম ঘোষণার বিষয়টি জানানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।