মিছবাহ উদ্দীন, ঈদগাঁও:
ঈদগাঁওতে লার্নিং আর্নিং প্রজেক্টের শিক্ষার্থীদের মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার বিকালে লার্নিং আর্নিং প্রজেক্ট গ্রাফিক্স ডিজাইন ব্যাচ নং ৪৪৫, ৪৪৬ এর উদ্যোগে ঈদগাঁও বাসস্টেশনস্থ জিআইটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিআইটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের পরিচালক আবুল মনছুর আহমদ, ট্রেইনার ওসমান শাহেদ। প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ উদ্দীন রাসেল, রাশেদু আমির চৌধুরী, আ.ন.ম আমজাদ হোছাইন, রিফাতুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ রিদুয়ান, মোহাম্মদ তৌহিদ, মিছবাহ উদ্দীন, এমরানুল কায়েস, ফাহাদ বিন সিরাজ, ইমরান হাসান, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ শাহেদ, মোর্শেদুর রহমান, এজাহারুল ইসলাম, রেজাউল করিম, জসিম উদ্দীন, আমান উল্লাহ আমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, হাবিবা আক্তার, মোর্শিদা আক্তার, ফরিদা আক্তার, মর্জিনা আক্তারসহ অনেকে।
উল্লেখ্য, লার্নিং আর্নিং প্রজেক্টের গ্রাফিক্স ডিজাইন ব্যাচ ২টি গত ১৮ মার্চ শুরু হয়ে ২০০ ঘন্টার ৫০টি ক্লাস সম্পন্ন হয়। উক্ত ইফতার মাহফিলে সকল প্রশিক্ষণার্থীর উপস্থিতি এক প্রকার মিলনমেলায় পরিণত হয়েছে।