অজিত কুমার দাশ হিমু:
কক্সবাজার শহরের ঝাউতলাস্থ গাড়ীর মাঠে অভিযান চালিয়ে ধারোলো ছুরি, মোবাইল টাকাসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৭। ২০ জুন মঙ্গলবার দুপুর দেড় টার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত ছিনতাইকারীরা হলেন- ঝাউতলা এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ সোহেল (২০), বাহারছড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোঃ হাসান (২১), ঝাউতলার আবুল কালাম ছেলে মোঃ ফুতু (১৯)। আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭ সিপিসি-২ কক্সবাজার কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ীর মাঠ এলাকায় ০৩ জন ছিনতাইকারী অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে ওই ০৩জন ছিনতাইকারীকারীকে আটক করতে সক্ষম হয়। পরে তাদেরকে তল্লাসী করে ৩ টি ধারালো ছুরি, মোবাইল-০২ টি, সীম কার্ড-০২ টি, নগদ ২ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামীদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।