প্রেস বিজ্ঞপ্তি
জেলা হোটেল শ্রমিক লীগের আওতাধীন পৌর হোটেল শ্রমিক লীগের ইফতার পার্টি ও আলোচনা সভা ২০ জুন বিকাল ৫ টায় লাইট হাউস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পৌর সভাপতি মোঃ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আমিনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা হোটেল শ্রমিক লীগের সভাপতি রুহুল কাদের মানিক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা হোটেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এইচ.এম নজরুল ইসলাম,সভায় বক্তারা বলেন,পর্যটন নগরীর হোটেল শ্রমিকরা আজ সবচেয়ে বেশি অবহেলিত। তাদের কর্মস্থলও নিরাপদ নয়। নেই মাথা গোঁজার ঠাঁই। সম্পূর্ণ অরক্ষিত তারা। এজন্য তাদের অধিকার আদায়ে জেলা হোটেল শ্রমিক লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

প্রধান বক্তা এইচ.এম নজরুল ইসলাম বলেন, আন্দোলন কখনও কারও পক্ষে বা বিপক্ষে হয় না। শ্রমিকদের স্বার্থ নিয়ে লড়াই হয় এবং তাই করে যাচ্ছে জেলা হোটেল শ্রমিক লীগ। আজ শ্রমিকেরা বোঝেন, কারা শুধুই রাজনীতি করছে। আমাদের শক্তি বাকি সব শ্রমিক সংগঠনের থেকে বেশি মজবুত ও দৃঢ।

এসময় অন্যানদের মধ্য উপস্থিত ছিলেন,জেলা হোটেল শ্রমিক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,

সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল,সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান নূর,কামাল উদ্দিন,অনুষ্ঠানে বক্তারা বলেন, যতগুলো সেক্টর আছে তম্মধ্যে হোটেল শ্রমিকরা সবচেয়ে অবহেলিত ও নিগৃহিত। নেই মাথা গোঁজার ঠাঁই। তারা সম্পূর্ণ অরক্ষিত হোটেল শ্রমিকদের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। হোটেল শ্রমিকদের সুরক্ষায় আজও কোনো বিধি-বিধান তৈরি হয়নি। শ্রম আইনে যদিও জীবন বীমার কথা বলা আছে কিন্তু নানা জটিলতার কারণে শ্রমিকরা তা পাচ্ছেন না।

এসময় অন্যানদের মধ্য বক্তব্য উপস্থিত ছিলেন,পৌর সহ সভাপতি মুন্সি মিয়া,মোঃ ইয়াছিন,আব্দু রশিদ,মোঃ ফয়সাল,মোঃ জালাল উদ্দিন,গোলাম রাব্বানী,মোঃ আজিজ প্রমূখ।