সংবাদ বিজ্ঞপ্তি
নগর যুবলীগ’র সদস্য ও ওমর গণি এমইএস কলেজ বিশ্ববিদ্যায়ের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, নিজেদের পরিবর্তনের মাধ্যমে কখনো সমাজের পরিবর্তন হবেনা । সমাজে এমন কিছু মানুষ আছে , যারা দু’মুটো ভাত ঠিকমত খেতে পারেনা । সমাজের সচেতন ও বিত্তশালীদের দায়িত্ব এসব অবহেলিত, অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগীতায় এগিয়ে আসা । একমাত্র তাদের পরিবর্তনের মাধ্যমেই সমাজের পরিবর্তন সম্ভব ।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নে সরকারের পাশাপাশি প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব রয়েছে। তার অন্যতম হচ্ছে সমাজের অবহেলিত, বঞ্চিত, নীরিহ, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকে বদলে দেওয়া । কেননা, সমাজ পরিবর্তন হলে দেশের পরিবর্তন সম্ভব । তাই, আর্ত মানবতার সেবাই নিজেদের উৎসর্গ করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে এগিয়ে যেতে হবে ।

সোমবার (১৯জুন) নগরীর জিইসি মোড়ে আরশি নগর বিদ্যাশ্রমের উদ্যোগে দুস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

বৃদ্ধাশ্রমের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুর রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চন্দনাইশ বৈলতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সৈয়দ । বিশেষ অতিথি ছিলেন, নগর যুবলীগ নেতা কামরুল ইসলাম, দ্বীন মুহাম্মদ সোহেল, গোলাম দস্তগীর, মুহাম্মদ সাইফুল, মনিরুল ইসলাম রাজু, জিহাদ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ’র সদস্য রাজেশ বড়–য়া, নগর ছাত্রলীগ’র সহ সভাপতি সৌমেন বড়–য়া । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমইএস কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল করিম রিটন, জহুরুল কাইয়ুম ফয়সাল, তারেকুল ইসলাম, মুরাদ তারেক চৌধুরী, সুজন বড়–য়া, তাহিন উদ্দিন চৌধুরী, ড্যানি বড়–য়া, শুভাশীষ চক্রবর্তী, সৈকত বর্মণ, অর্পন বড়–য়া, ওয়াহিদ, বিজন বড়–য়া, মুমিন, সুমন, মুহাম্মদ সাঈদ আব্দুল্লাহ রকি, আরিফুল ইসলাম, মুহাম্মদ রিয়াদ, নজরুল, উত্তম দাশ, আশিক , মুন্না , আসিফ, আবির প্রমূখ ।