আবুল আলী টেকনাফ :
কক্সবাজার টেকনাফ পৌরসভায় লামার বাজার জমজমাট গরিবদের ঈদ মার্কেট। উচ্চ আয়ের মানুষেরা বিভিন্ন নামি দামি মার্কেট থেকে ঈদের কাপড়সহ ঈদ সামগ্রী ক্রয় করতে পারলেও গরিব ও নি¤œ আয়ের মানুষের একমাত্র ভরসা ফুটপাতের মার্কেট। বিশেষ করে লামার বাজার, গনি মাকেট ও বাস এষ্টেন কাপড়ের মার্কেটটি মূলত গরিবের মার্কেট হিসেবে দেখে যায়।
সরজমিনে ঘুরে দেখা যায়, বাস এষ্টেন সামনে ঈদের শাট ও লুঙ্গি বিক্রি হয়। আর রাস্তার পাশের দোকানগুলোতে বিক্রি হয় আতর, টুপি, বেল্ট ও পাঞ্জাবি। এই মার্কেটগুলোতে ২০ টাকা থেকে শুরু করে হাজার টাকা দামের কাপড় পাওয়া যায়।
এ বিষয়ে কথা হয় ফুটপাতের দোকানদার কামাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে আমাদের এ মার্কেট এখন জমজমাট। প্রতিদিনই বিক্রি বাড়ছে। আশা করছি দুই একদিনের মধ্যে পুরো দামে বিক্রি শুরু হবে। অন্যান্য সময়ের থেকে ঈদের প্রচুর পরিমাণে বিক্রি হয়। আমরা সারা বছরই এখানে কাপড়-চোপড় বিক্রি করি।ঝনা চত্বরের কাপড় ব্যবসায়ী তারিক বলেন, এখানে ৫০ টাকা থেকে ২৫০ টাকার কাপড় পাওয়া যায়। এটি মূলত গরিব ও নিু আয়ের মানুষদের মার্কেট। তবে এখন সব ধরনের লোকজন এ মার্কেটে কাপড় ক্রয় করে থাকেন। ঈদকে কেন্দ্র করে আমরা এখন ব্যস্ত সময় পার করছি। গত ৩ দিনে আমি ১৫ হাজার টাকা বিক্রি করেছি। ঈদের কাপড় কেনার সময় কখা হয় রফিকুল ইসলামের সাথে। তিনি বলেন, আমি ঈদের কাপড় কিনলাম।আমাদের মতো নিু আয়ের মানুষদের জন্য এই সকল মার্কেটই ভরসা। এখানে কম দামে সব ধরনের জিনিস পাওয়া যায়। এসময় বাবার সাথে ঈদের নতুন জামা কিনতে আসা দুই বোন রহিমা আক্তার ও মেরিনা আক্তার জানান, ঈদের নতুন জামা কিনতে বাবার সাথে শহরে এসেছেন তারা। আর নতুন জামা পেয়ে অনেক খুশি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।