সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার শহর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি।
ইমাম সমিতির জেলা শাখার সভাপতি ও বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার (২০ জুন) বাদে জুহর বড়বাজার জামে মসজিদ এলাকায় আনুষ্ঠানিকভাবে সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক মাহবুবর রহমান, বড়বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ চৌধুরী, মাওলানা ফিরোজ আহমদ ওসমানী, সাবেক পৌর কাউন্সিলর আবু জাফর ছিদ্দিকী, ব্যবসায়ী হারুনর রশীদ, সিরাজুল ইসলাম প্রমুখ।