সিবিএন
টেকনাফ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার উত্তর পূর্ব পার্শ্বে বিশেষ অভিযানে ৪২ ভরি ১১ আনা ওজনের ৩টি স্বর্ণের বার জব্দ করেছে কোস্টগার্ড। ১৯ জুন বিকাল ৫টার দিকে টেকনাফের স্টেশান কমান্ডার লেঃ কমান্ডর জাফর ইমাম সজীব এর নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
এ সময় মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১৮ লাখ ৯১ হাজার ৭৫১ টাকা বলে কোস্টগার্ড জানায়।
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) ডিকসন চৌধুরী জানান, অভিযানকালে টেকনাফ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার উত্তর পূর্ব পার্শ্বে অবস্থানরত একজন সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি কালে একটি নীল রঙের প্যাকেট পাওয়া যায়। প্যাকেটি খুলে ৩ টি স্বর্ণের বার (৪২ ভরি ১১ আনা) উদ্ধার করা হয়। যার আনুমনিক মূল্য ১৮,৯১,৭৫১ টাকা। আটককৃত ব্যাক্তি ও স্বর্ণ যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।