প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়’এর শুভ জন্মদিন উপলক্ষে শহরের ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদের নতুন পাঞ্জাবী বিরতন করেছে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের নেতারা।
সোমবার বিকালে কেন্দ্রিয় শহিদ মিনারে কক্সবাজার সরকারী কলেজের ছাত্রলীগ নেতা জাকের হোসেনের নেতৃত্বে পথশিশুদের মাঝে এসব পাঞ্জাবী দেওয়া হয়।
এসব পাঞ্জাবী বিতরণকালে ছাত্রলীগ নেতা জাকের হোসেনকে সহযোগিতা করেন ছাত্রলীগ নেতা তপু ও সাখাওয়াত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাঈল সাজ্জাদ, কক্সবাজার শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন, জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, রাজ, নাজমুল ইসলাম শাকিল, ত্রুীড়া বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন তুর্য, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন। এছাড়া কলেজ ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, তারেক, রিয়াজ, হুমায়ন, জুলাইব, ইমরান, নুরুল আমিন,শুভ, তৌহিদ, মোস্তাফা ও আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা।
এই মহৎ উদ্যোগের ব্যাপারে ছাত্রলীগ নেতা জাকের হোসেন জানান, ছিন্নমূল পথশিশুরা অসহায়। সকলের তাদের পাশে দাঁড়ানো দরকার। এই ঈদে সবাই নতুন জামা পড়বে। কিন্তু তরা পড়বে না। এমনটা হতে পারে না। তাই প্রিয় নেতা জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়ে’র জন্মদিনে এই ব্যতিক্রম আয়োজন।
কক্সবাজার কলেজ ছাত্রলীগের পথশিশুদের ঈদের পাঞ্জাবী বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।