বার্তা পরিবেশক:
কক্সবাজার সাহিত্য একাডেমীর ৩৯১ তম পাক্ষিক সাহিত্য সভা ১৭ জুন ২০১৭ শুক্রবার বিকেলে একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য ইসলামী গবেষক আহমাদুল্লাহর বাহারছড়াস্থ বাসভবন স্মৃতিনীড়ে অনুষ্ঠিত হয়েছে।
একামেডীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে কক্সবাজারের ছড়া এলবামের উপর লিখিত প্রবন্ধ পাঠ করেন একাডেমীর প্রাক্তন সাধারণ সম্পাদক ও স্থায়ী পরিষদ সদস্য কবি অধ্যাপক দিলওয়ার চৌধুরী।
আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ বলেন, কক্সবাজারের ছড়া এলবাম কক্সবাজারের ছড়াশিল্পের ইতিহাসে একটি অনবদ্য সংযোজন। বক্তাগণ বলেন, কক্সবাজারের ছড়া এলবামের প্রতিটি ছড়ায় উঠে এসেছে দেশের কথা, রাজনীতির কথা, রাজনীতির অসংগতির কথা, সমাজনীতি, সাম্প্রতিক হালচাল, দুর্নীতিসহ শিশু ভুলানোর ছড়া, শিশুদের আনন্দদানের ছড়া, ধর্মীয় শিক্ষা। তবে এর মধ্যে বেশ কিছু ছড়া রয়েছে এলাকা ভিত্তিক। একাত্তরের যুদ্ধ নিয়ে রয়েছে কয়েকটি ছড়া। রাজনীতি নিয়ে রয়েছে কয়েকটি ছড়া। সাম্প্রতিক হালচালসহ অন্যান্য বিষয় নিয়ে রয়েছে অবশিষ্ট ছড়া।
বক্তাগণ বলেন, ভবিষ্যতে কক্সবাজারের ছড়া নিয়ে কেউ গবেষণা করতে গেলে এটি আকর গ্রন্থ হিসেবে সাহায্য করবে।
একাডেমীর সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে লিখিত প্রবন্ধের উপর আলোচনা করেন যথাক্রমে একাডেমীর স্থায়ী পরিষদের চেয়ারম্যান এডভোকেট-কবি সুলতান আহমেদ, একাডেমীর সহ-সভাপতি, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন, নির্বাহী সদস্য পিটিআইর প্রাক্তন সুপার রাজবিহারী চৌধুরী, একাডেমীর জীবন সদস্য কবি মনজুুরুল ইসলাম ও একাডেমীর অর্থ সম্পাদক কবি মোহাম্মদ আমিরুদ্দীন।
আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য ইসলামী গবেষক আহমাদুল্লাহ্, পোকখালী হাইস্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম, একাডেমীর জীবন সদস্য, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবৃত্তিকার মসরুর-উজ-জামান, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান খান, একাডেমীর সহকারী সাধারণ সম্পাদক ছড়াকার জহির ইসলাম, একাডেমীর নির্বাহী সদস্য কবি মিজান সিকদার, একাডেমীর জীবন সদস্য কবি মোহাম্মদ আবুল কাসেম, মনসুর আহমদ, ওবাইদুল হক, গোলাম মহিউদ্দিন হাসান, রিদুয়ান মোস্তফা, সৈয়দ মো. হাবিবুল্লাহ প্রমুখ।
পরে একাডেমীর স্থায়ী পরিষদ সদস্য গবেষক নূরুল আজিজ চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। একাডেমীর সহকারী সাধারণ সম্পাদক ছড়াকার বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
অপু বড়–য়ার সম্পাদিত ছড়া এলবামে সম্পাদনা সহযোগী হিসেবে রয়েছেন যথাক্রমে সুলতান আহমেদ, মীর্জা মনোয়ার হাসান, দিলওয়ার চৌধুরী, হাসিনা চৌধুরী লিলি, আহসানুল হক ও রমজান মাহমুদ।
কক্সবাজার সাহিত্য একাডেমী ২০০৪ সালে এই ব্যতিক্রমধর্মী ছড়ার এলবামটি প্রকাশ করেছে। বাংলাদেশের বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী নিয়াজ চৌধুরী তুলি বইয়ের দৃষ্টিনন্দন ও আকষর্নীয় প্রচ্ছদ এঁকেছেন।
ছড়া এলবামে ১৯৪৪ সালে জন্ম গ্রহণকারী কক্সবাজারের বয়োজ্যৈষ্ঠ ও শক্তিমান ছড়াশিল্পী ধনীরাম বড়–য়া থেকে শুরু করে ১৯৮৭ সালে জন্মগ্রহণকারী শিরিন মুন্নীর ছড়া এই গ্রন্থে ছাপা হয়েছে। ধনীরাম ও শিরিন মুন্নীর মধ্যখানে রয়েছেন জওয়াদুল হক চৌধুরী, রেবত প্রিয়বড়–য়া, এম সুলতান আহমদ মনিরী, মুহম্মদ নূরুল হুদা, অমিত চৌধুরী, সুলতান আহমেদ, জয়নাল হোসেন, মুহাম্মদ হাবিবুল্লাহ, শাহ আলম, রাহগীর মাহমুদ, আশীষ কুমার, মীর্জা মনোয়ার হাসান, রুহুল কাদের বাবুল, মোবারেক হোসেন, মো. শহিদুল্লাহ, মো. বেলাল উল-ইসলাম সাগর, মোহাম্মদ আমিরুদ্দীন, হারুন-উজ-জামান ভুঁইয়া, আদিল চৌধুরী, কৃষীজ দুলাল আসাদুল্লাহ, পদ্মলোচন বড়–য়া, সাঈদ আহমদ বাসেত, হাসিনা চৌধুরী লিলি, নাছির উদ্দিন, আহসানুল হক, খালেদ শহীদ, সন্তোষ কুমারশীল, দর্পণ বড়–য়া, অপু বড়–য়া, রমজান মাহমুদ, শামীম আকতার, মিলন বড়–য়া, আসিফ নূর, খালেদ মাহবুব মোর্শেদ, শাহেদ সাদ উল্লাহ, প্রশান্ত বড়–য়া, আলী প্রয়াস, তাহমিনা জান্নাত খুকী, ইকবাল মাহবুব, মনির আলম ইউসূফ, কামাল হোসেন, শোয়েব সাঈদ, মনজুরুল হাফিজ হিরু, জাবেদ ইকবাল বেলাল, মহিউদ্দিন ফারুক, মোতাহেরা হক মিতু ও এইচ. এম. জহিরুল ইসলাম। কক্সবাজারের ছড়া এলবামে মোট ৫০ জন ছড়াশিল্পীর ছড়া মুদ্রিত হয়েছে। বিতর্ক এড়ানোর জন্য এধরনের গ্রন্থে নামের আদ্যাক্ষর অথবা বয়সের ক্রমঃঅনুসারে লেখা মুদ্রিত হয়। ফলে ছড়া এলবামের সম্পাদক বয়সের ক্রমঃঅনুসারেই লেখা মুদ্রণ করেছেন। লেখার সাথে ছড়াকারের ছবি এবং জন্ম সালসহ সংক্ষিপ্ত পরিচিতি ছাপা হয়েছে।
কক্সবাজার সাহিত্য একাডেমীর ৩৯২ তম পাক্ষিক সাহিত্য সভা ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠান আগামী ৭ জুলাই ২০১৭, ২৩ আষাঢ় ১৪২৪, শুক্রবার বিকাল ৪টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে একাডেমীর সংশ্লিষ্ট সকলসহ জেলার কবি-সাহিত্যিক, সাহিত্যামোদিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল আহবান জানিয়েছেন।
বার্তা প্রেরক
ছড়া এ্যালবাম কক্সবাজারের ছড়াশিল্পের ইতিহাসে অনবদ্য সংযোজন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।