মুহাম্মদ জুবাইর, টেকনাফ:
টেকনাফে হুন্ডি ব্যবসা এখন জমজমাট হয়ে উঠেছে। টেকনাফ উপজেলায় প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে বিনা বাধায়। সরকারের কঠোর নির্দেশ উপেক্ষা করে পুরো উপজেলার একাধিক হুন্ডি ব্যবসায়ী এলাকাকে হুন্ডির স্বর্গরাজ্য পরিনত করেছে।বিদেশে কর্মরত প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোকে ঝামেলা মনে করে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর কারনে সরকার হারাচ্ছে প্রচুর পরিমান রাজস্ব।
টেকনাফ উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কয়েক হাজার মানুষ সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চাকরী ব্যবসা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী, বিপনী বিতানগুলোতে থাকা বিভিন্ন কাপড়ের দোকান, মুদির দোকান, কসমেটিকস এর দোকানের আঁড়ালে চলছে কোটি কোটি টাকার হুন্ডি ব্যবসা। দীর্ঘদিন ধরে অবৈধ হুন্ডি ব্যবসা চালালেও নেপথ্যে নায়করা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। জানা গেছে, স্থানীয় প্রশাসনের চোখ ফাকি দিয়ে চলছে এ অবৈধ হুন্ডি বানিজ্য। এসব ব্যবসা বন্ধ করতে পারলে সরকারের প্রচুর রাজস্ব আয় হবে। এদের বিরোদ্বে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।