খালেদ হোসেন টাপু, রামু:

ঈদকে সামনে রেখে রামুতে সক্রিয় হয়ে উঠেছে মোটরসাইকেল চোরাই চক্র। প্রতিনিয়ত জনবহুল স্থানেও ঘটছে এ সকল চুরির ঘটনা। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলেও হঠাৎ করেই সক্রিয় হয়েছে চক্রটি। শনিবার রামু কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কক্সবাজার ল ১১-৩০৫৯ (ডুয়েল ডিস্ক) টিভিএস কোম্পানির আপ্যাচি আরটিআর চুরি করে নিয়ে যায়।

এদিকে মোটর সাইকেলে মালিক, হিমছড়ি বাসিন্দার ঠিকাদার দেলোয়ার হোসেন জানান, সেনানিবাসের ব্যবসায়িক কর্মস্থল শেষে তিনি তারাবী নামাজ আদায় করার জন্য কেন্দ্রীয় জামে মসজিদে ঢুকে পড়ে। সে সুযোগে মোটরসাইকেল চোর চক্রটি তার মোটর বাইকটি চুরি করে নিয়ে যায়। কোম্পানীর শোর রুম থেকে দুই লক্ষ বিশ হাজার দিয়ে কিনেছেন বলে তিনি জানান।
এব্যাপারে তিনি রামু থানায় অবহিত করেছেন।

এদিকে রামুর ক্ষতিগ্রস্ত মোটর সাইকেল মালিকরা মন্ডল পাড়া, ফকিরা বাজার ও শ্রীকুল এলাকায় অবস্থানরত প্রশাসনের তালিকাভূক্ত এলাকার চিহ্নিত মোটর সাইকেল চোর ও গডফাদারদেরকে আটক করার জন্য জোর দাবি জানিয়েছেন।