শফিক আজাদ,উখিয়া:
স্বচ্ছ, জবাবদিহিতা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ ও চাহিদার নিরূপনের জন্য অংশ গ্রহন মূলক ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন উখিয়ার পাশ^বর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এই বাজেটের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে নিজস্ব তহবিল (রাজস্ব) থেকে ৮ লাখ ৭০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৯৫লাখ টাকা। মোট ১ কোটি ৫ লাখ টাকা। প্রতি বছর বাড়ছে বাজেটের আকার। ফলে বড় হচ্ছে এখানকার অর্থনৈতিক কর্মকান্ড। সাধারণ মানুষের বসত বাড়ির চেয়ে আবাসিক বাড়ির কর রেট বাড়ানোর প্রস্তাব করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া। মানুষের জীবনযাত্রার ব্যয় আয়েরে কথা বিবেচনা করে প্রস্তাবিত বাজেটে প্রাপ্তির বিবরণে দেখা যায়, বসত বাড়ি,ব্যবসা পেশা ও জীবিকার উপর কর, লাইসেন্স ও পারমিট ফি, ইজারা, যানবাহন, জন্শ মৃত্যুও নিবন্ধন। ব্যয়ের খাতে কৃষি ও সেচ, শিল্প ও কুটির শিল্প, শিক্ষা, স্বাস্থ, যোগাযোগ, পানি সরবরাহ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, মানব সম্পদ উন্নয়ন, পয়নিস্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, ক্রীড়া সংস্কৃতি, মহিলা যুব ও শিশু উন্নয়নসহ আরো গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যয়ের খাত ধরা হয়েছে। গতকাল রবিবার ১৮জুন ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উপেন্দ্র লাল কারবারী, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি নুরুল আবছার, আওয়ামীলীগ নেতা আবুল হাশেম, সুরুত আলম সওদাগর, শচিন্দ্র লাল কারবারী, আব্দুল জলিল সওদাগর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘুমধুম ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল গফুর, ২নং ওয়ার্ডের মেম্বার ভুট্টো, ৩নং ওয়ার্ডের মেম্বার ছৈয়দ আলম, ৬নং ওয়ার্ডের মেম্বার সুব্রত বড়–য়া, ৭নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম, ৮নং ওয়ার্ডের মেম্বার বাবুল কান্তি চাকমা, ৯নং ওয়ার্ডের মেম্বার কেমরাউ তংচংগ্যা, মহিলা মেম্বার খালেদা বেগম ও চিংমে চাকমা। বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব এরশাদুল হক।
ঘুমধুম ইউনিয়নে ১ কোটি ৫ লাখ টাকার বাজেট ঘোষণা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।