শফিক আজাদ, উখিয়া:
উখিয়ার উপজেলার ১২টি সীমান্ত পয়েন্ট হয়ে করিডোর ফাঁকি দিয়ে প্রতিনিয়ত আসছে অসংখ্য মহিষ , গরু ও ছাগল। যার ধারাবাহিকতায় গত শুক্রবার সীমান্তের রেজু গর্জনবনিয়া এলাকা দিয়ে ৬টি মহিষ ঢুকে পড়ে। মহিষ গুলো রাতের আধারে অন্যত্রে নিয়ে যাওয়ার সময় শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্বডিগলিয়াপালং এলাকা থেকে মালিক বিহীন উক্ত ৬টি মহিষ আটক করে ৩৪ বিজিবি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সীমান্তের কতিপয় অসাধূ ব্যবসায়ীরা সরকারি করিডোর ফাঁকি দিয়ে শতশত মহিষ,গরু ও ছাগল নিয়ে আসলেও আইনশৃংখলাবাহিনীর সদস্যরা এসব মালামাল আটক করছেনা। নাম প্রকাশ না করার শর্তে সীমান্তের এক ব্যবসায়ী জানান, তাঁরা প্রতি গরু, মহিষ থেকে ৫০০টাকা এবং ছাগল থেকে ২০০টাকা টু-পাইচ নিয়ে থাকেন। যার ফলে এসব গরু,মহিষ,ছাগল আটক করছেনা।
এদিকে আসন্ন রমযানের ঈদকে সামনে রেখে সীমান্তের চোরাচালানীরা মিয়ানমারে নিয়ে যাচ্ছে সেমাই,চিনি,ছোলা ও ভোজ্য তেলসহ নিত্যপণ্য।
৩৪বিজিবি’র উপ-অধিনায়ক ইকবাল আহমেদ বলেন, আটক ৬টি মহিষ বালূখালী কাস্টম্সে জমা দেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ৩লাখ টাকা। আর নিত্যপণ্য পাচাররোধে সীমান্তে বিজিবি তৎপর রয়েছে।