মাহবুবুর রহমান ফাহিম, মালয়েশিয়া থেকে :
কক্সবাজার জেলা সমিতি,মালয়েশিয়া’র উদ্যোগে রাজধানী কুয়ালালামপুর বুকিং বিনতাং এ মেঘনা পার্ক হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির আহবায়ক জনাব মার্শাল পাভেল । সমিতির যুগ্ন আহবায়ক রাসেল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। ইফতার মাহফিলে মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে কক্সবাজার জেলার প্রবাসীরা অংশগ্রহণ করেন। এছাড়াও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন সমিতির যুগ্ন আহবায়ক জনাব নুর মোহাম্মদ। দোয়া শেষে সবার জন্য ইফতার পরিবেশন করার মধ্য দিয়ে শুরু হয় সদস্যবৃন্দদের মতবিনিময় পর্ব।
এতে সমিতির যুগ্ন আহবায়কদের মধ্যে থেকে বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জিসাইন আকাশ, এস এ সোহেল,মনছুর,হাফেজ হেদায়তুল্লাহ মুন্না, শাকিব হাসান, ইকবাল গনি, জসিম উদ্দিন, নোমান, জাফর আলম, ফারুক সহ প্রমুখ।
বক্তাদের মুখে মালয়েশিয়া দূতাবাসের নানান অপকর্ম ও কক্সবাজারবাসীর প্রতি বৈষম্যচারণের বিভিন্ন দিক উঠে আসে। কক্সবাজারের প্রবাসীদের প্রতি সঠিক দূতাবাস সেবা, দুতাবাসের হয়রানি বন্ধের মত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এবং
গতকাল মালয়েশিয়ার তেরাঙ্গানোতে রোড এক্সিডেন্ট করে খুরুস্কুলের বাদশাহ মিয়ার ছেলে মুহাম্মদ তারেক মৃত্যু হয়, দ্রুত কিভাবে তার লাশটা দেশে পরিবারের নিকট পাঠানো যায় সে ব্যপারে আলোচনা হয়।
পরিশেষে সমিতির আহবায়ক জনাব মার্শাল পাভের নানান দিক নির্দেশনামুলক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্টান সমাপ্ত হয়