খালেদ হোসেন টাপু,রামু
রামুতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল শুক্রবার (১৬ জুন) বাইপাস সিটি পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সভার প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। সেই সাথে পাল্টে যাচ্ছে রামু-কক্সবাজারের চিত্র। রামুতে সেনানিবাস, বিজিবি ক্যাম্প ও ইংলিশ স্কুল প্রতিষ্ঠা হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ, আন্তর্জাতিক ক্রীকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।
কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ, রামুতে লাখো মানুষ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, সকল নেতাকর্মীকে সমাজের অন্যায় অপরাধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে। তিনি সকল দলীয় নেতৃবৃন্দকে সংগঠনকে সু-সংগঠিত করতে মিলেমিশে কাজ করার আহবান জানান।
প্রধান বক্তা ছিলেন, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেন শুভ।
উদ্বোধক ছিলেন জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামু উপজেলা শাখার সভাপতি মোঃ একরামুল হাসান ইয়াছিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান , আওয়ামী লীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, রামু উপজেলা কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচন সভা শেষে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামু উপজেলা শাখার ২১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেন শুভ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
এতে পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি একরামুল হাসান ইয়াছিন, সহ-সভাপতি মোঃ বেলাল, জুয়েল রানা, সাজ্জাদ হোসেন করিম, সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব রায়হান, যুগ্ম সম্পাদক মঈনুল হোছাইন, আবু বক্কর ছিদ্দিক রাসেল, অনিক বড়ুয়া শাওন, সাংগঠনিক সম্পাদক শাকিল বিন হোসাইন, রবিউল ইসলাম চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম রায়হান, দপ্তর বিষয়ক সম্পাদক এনামুল হোসাইন রিয়াদ, প্রচার বিষয়ক সম্পাদক মুর্শেদ আলম, উপ দপ্তর সম্পাদক হারিফ কামাল হিমু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান লিমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়ন্ত দেওয়ানজী, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অনিক চৌধুরী, সমাজ সেবক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিন জায়েদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।