প্রেস বিজ্ঞপ্তি:
মহেশখালী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৬জুন শুক্রুরবার দিন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল রতন কুমার গুপ্ত, মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল আলম চৌধুরী, সেকেন্ড অফিসার জহিরুল ইসলাম, এস আই হারুনর রশিদ, এস আই রাজু, এ এসআই আজিম, এএস আই সনজিদ সহ মহেশখালী থানার সকল পুলিশ সদস্য বৃন্দ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এড.শেখ কামাল,মহেশখালী প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ, সাধারন সম্পাদক আবুল বশর পারভেজ, সহ সভাপতি সিরাজুল হক,অর্থ সম্পাদক মো: তারেক, সাংবাদিক জয়নাল আবেদীন, ফরিদুল আলম দেওয়ান, সাহাব উদ্দীন, এম বশির উল্লাহ ,মকছুদুর রহমান, গাজী আবু তাহের। এছাড়াও বিভিন্ন রানৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মহেশখালী থানার জামে মসজিদের খতিব মৌ:আবু ছৈয়দ মুসলিম উম্মাহর জন্য শান্তি ও দোয়া কামনা করেন এবং সাইক্লোন মোরায় সাগরে নিখোঁজ, প্রবল বর্ষণে বান্দরবানে পাহাড় ধবসে নিহতদের আত্তার মাগফেরা ও শোকআহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত করা হয়।
মহেশখালী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে