সংবাদ বিজ্ঞপ্তি
এতিমদের সাথে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে বৃহত্তর ঈদগাঁও সমিতি কক্সবাজার। বৃহস্পতিবার শহরের ওয়াপদা মসজিদ সংলগ্ন এতিমখানায় এ কর্মসুচিতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রফেসর জাফর আহমদ, সহ-সভাপতি মোহাম্মদ তৈয়ব, সাধারণ স¤পাদক কৃষিবিদ আবুল কালাম, কোষাধ্যক্ষ বেলাল আহমদ, দপ্তর সম্পাদক সরওয়ার রোমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৬ সালে নভেম্বর মাসে বৃহত্তর ঈদগাঁও সমিতি যাত্রা করে। ৬ ইউনিয়নের বাসিন্দার মধ্য থেকে যারা কক্সবাজার পৌরসভায় বসবাস করছেন- মূলতঃ তারাই সমিতির সদস্যভূক্তির অধিকার রাখে। বৃহত্তর ঈদগাঁওবাসীকে সুসংগঠিত করে কল্যাণমূলক কাজে সহযোগিতা করাই সমিতির কাজ। সমিতিটি সম্পূর্ণ অরাজনৈতিক। বিভিন্ন পেশার লোকজন এতে সম্পৃক্ত রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।