প্রেস বিজ্ঞপ্তি:
পবিত্র মাহে রমযানে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল ও মহেশখালী বাসিঁর ৪ লক্ষ জনগনের মৌলিক সমস্যা সরকারের কাছে তুলে ধরে আলোচনা সভা ১৫ জুন অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক জে.এইচ.এম ইউনূছের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব সাংবাদিক এম রমজান আলী’র পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন-যুগ্ন আহবায়ক সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, সাংবাদিক আমিনুল হক, সাংবাদিক জয়নাল আবেদীন, ব্যবসায়ী নুর মোহাম্মদ, প্রভাষক এহছানুল করিম, সমাজসেবক কামাল কোম্পানী, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী জাকের হোসাইন, ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল, ব্যবসায়ী একেরামুল হক চৌধুরী, মাষ্টার আব্দুল গফুর, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ, সহ-সভাপতি সিরাজুল হক সিরাজ, সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ। উপস্থিত ছিলেন সাংবাদিক ডাঃ মৌঃ রুহুল কাদের, ব্যবসায়ী শাহাব উদ্দিন, জসিম উদ্দিন (ভুমি), রাজনৈতিক নেতা লিয়াকত আলী (হোয়ানক), রাজনৈতিক নেতা ডাঃ ফিরোজ খাঁন, রাজনৈতিক নেতা আব্দুল করিম, রাজনৈতিক নেতা নুরুল হক, ব্যবসায়ী আবুল কাশেম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৌ. সাইফুল্লাহ, সভাশেষে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আনছার বিন ফয়েজ। মহেশখালীর মৌলিক সমস্যা গুলি ও উন্নয়ন পরিষদের মুল দাবী-মহেশখালীর ৪ লক্ষাধিক মানুষের যাতায়তের জন্য পথ মহেশখালী-কক্সবাজার সেতু বা ফেরি বাস্তবায়ন, বি আই ডব্লিউ টি এ (৬নং জেটিঘাট) এর ইজারা প্রথা বাতিল, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন, জলদস্যুতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন, প্যারাবন নিধন ও পাহাড়কাটাঁ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, অধিগ্রহন সম্ভাব্য মৌজা ব্যতীত বাকী মৌজা সমুহে রেজিস্ট্রেী খুলে দেওয়া, অধিগ্রহনকৃত জমিতে যে প্রকল্পই বাস্তবায়িত হউক না কেন তাতে শতকরা ৮০ জন মহেশখালীর জনবল নিয়োগ দেওয়া, মহেশখালীর প্রধান সড়কগুলি সংস্কার, পল্লী বিদ্যুতের হয়রাণী বন্ধ প্রভৃতি দাবী গুলি সামনে নিয়ে মহেশখালী উন্নয়ন পরিষদের পথচলা।
মহেশখালী উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে