খালেদ হোসেন টাপু,রামু:
ভারী বর্ষনে কক্সবাজারের রামুতে পাহাড় ধসে হালিমা খাতুন (১৬) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার (১০ জুন) উপজেলার রাজারকুল ইউনিয়নের নাপিতার কাটা এলাকায় এঘটনা ঘটে। নিহত হালিমা নাপিতা কাটার মোঃ ইদ্রিসের মেয়ে।
ওই দিন সকাল সাড়ে আটটার দিকে মুষল ধারে বৃষ্টি চলাকালে পাহাড়ের থেকে বিশাল মাটি ধসে নিচে পড়ে বাড়ির দেওয়ালে চাপা দিলে ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা হালিমা গুরুত্বর আহত হন। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাকাত মৃত ঘোষনা করেন। এদিকে সাহাব উদ্দিন মেম্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।