বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে পাহাড় ধসে নিহত এবং বন্যায় কবলিতদের মাঝে নগদ অর্থ এবং বন্যায় কবলিতদের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। বুধবার বিকালে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এসব বিতরন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলা ত্রান বাস্তবায়ন কমকতা জানান, এবার বান্দরবানে পাহাড় ধসে ৬জনকে নগদ প্রত্যেক কেবিশ হাজার করে এবং আহতদের প্রত্যেক জন ৫হাজার ও ত্রিশ কেজি করে চাউল এবং বন্যায় কবলিত ৫৩১পরিবারের মাঝে ২০কেজি করে চাউল বিতরন করা হয় । এদিকে,সড়কে পানি উঠায় ব্রিজ ডুবে যাওয়ায় ও সড়কে উপর দু পাশে পাহাড় ধরে পড়ায় জেলা শহরের সঙ্গে রাঙ্গামাটির জেলার সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ চালু হয়েছে ।