তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম :

চট্টগ্রামে নয় বছরের এক শিশুকে নির্মমভাবে খুন করে বাক্সে ভরে ময়লার স্তুপে ফেলে দিয়েছে দুর্বত্তরা। খুন হওয়া শিশুর নাম সালমা আক্তার (৯)। পুলিশের ধারনা শাসরুদ্ধ করে শিশুটিকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সকালে পাচলাইশ থানার বাঁদুরতলা এলাকার নঈমিয়া ভবনের মার্কেটের তিন তলার ময়লার স্তুপ থেকে পুলিশ সালমার মরদেহ উদ্ধার করে।

সালমা নগরীর বাদুরতলার একটি প্রি-ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সালমা গত মঙ্গলবার থেকে নিখোঁজ হয়। সালমার বাবা যমুনা বাস সার্ভিস নামে একটি পরিবহন কোম্পানির কর্মকর্তা। বিভিন্ন দিকে খোজাঁখুজির পর পাঁঁচলাইশ থানায় বিষয়টি অবহিত করেছিলেন সালমার পরিবার।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) ওয়ালি উদ্দিন আকবর জানান, বৃহস্পতিবার সকালে মার্কেটের উপর থেকে দুর্গন্ধ ছড়ানোর পর বিষয়টি পুলিশকে অবহিত করেন মার্কেটের ব্যবসায়ীরা। এরপর পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে কাঠের বাক্সের মধ্যে বসানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।