জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে নারী-পুরুষ লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো: শহিদুল ইসলাম ইসলাম। হেলপ কক্সবাজারের উদ্যোগে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবীর,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা,একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক ছানা উল্লাহ। প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুল আলম সাদেকীর উপস্থাপনায় ফিল্ড অফিসার মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে আন্তজার্তিক অভিভাসন সংস্থার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় সংস্থাটির কনসালটেন্ট সিনথারো,তাহমিনা রহমান,রেজাউল করিম,হাজেরা খানম বিষয় ভিত্তিক পৃথক আলোচনায় অংশ নেন। প্রশিক্ষণে উপজেলায় কর্মরত সাংবাদিক,শিক্ষক,জনপ্রতিনিধি, এনজিও কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।