এম.জিয়াবুল হক, চকরিয়া
চকরিয়ায় আর বিশ্ব সংযোগের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ওসমান গণি সওদাগর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি রাজেউন)।

বুধবার ভোররাত সাড়ে ৪ টার দিকে তিনি বাড়িতে হার্ট এ্যাটাক করলে তাৎক্ষনিক চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেছেন।

তিনি চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বাটাখালী গ্রামের মরহুম মতিউর রহমানের ছেলে। মুত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে চকরিয়া কোরক বিদ্যাপিট মাঠ সংলগ্ন মরহুমের ১ম নামাজে জানাজার পর দক্ষিন বাটাখালী বায়তুচ্ছালাম জামে-মসজিদ প্রাঙ্গনে আছরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক দাফন করা হয়েছে।