মোঃ আবছার কবির আকাশ, টেকনাফ:
টেকনাফ উপজেলার বাহারছড়া উপকুলীয় ইউনিয়নে কুলিংর্কনারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গুরুতর দগ্ধ হয়ে আহত ৭ জনের একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়
উল্লেখ্য গত ৯ জুন বেলা দুই ঘটিকার সময় উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া জাহাজপুরা এলাকায় স্থানীয় আব্দু শুক্কুরের পুত্র কাইছারের নিজ মালিকানাধীন দোকান কুলিংকর্নারের ভিতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে সাত জন গুরুতর আহত হলে স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। কিন্তু দগ্ধ৭ জনের মধ্যে জাহাজপুরা এলাকার আব্দু শুক্ররের পুত্র জাফর আলম (১৬) র্দীঘ ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে আত্মীয় স্বজনদের কাদিঁয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুন ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উক্ত ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন রয়েছে, আহতরা হলেন মোঃ শাহজান (২৩) ছৈয়দ নুর (৩৫), নুর আলম(৬০),সাইদুর আলম প্রকাশ সাইদ্দা (২৬),আবু সিদ্দিক (৩০) ,হামিদুর রহমান (৩০) বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক ।
স্থানীয় উপকুল ইউনিয়ন বাহাড়ছড়া পরিষদের চেয়ারম্যানের মাওলানা আজিজ উদ্দিন জানান,গ্যাস সিলিন্ডারে দগ্ধ জাফর আলম চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন এবং আজ রাত ৯টায় স্থানীয় কবর স্থানে দাফন সম্পন্ন করেন ।