সংবাদ বিজ্ঞপ্তি
প্রতি বছরের ন্যায় এই বারও ইফতার সভা আয়োজন করেছে দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ট্রাস্ট। বুধবার শহরের কলাতলীস্থ আঞ্চলিক অফিসে ইফতার সভা কোস্ট ট্রাস্ট সিএফটিএম প্রকল্পের জেলা টিম লিডার মকবুল আহামদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়।
তিনি সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকান্ড সম্পর্কে ব্যখ্যা করেন। সভা পরিচালনা করেছেন সিডস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
ইফতার সভায় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, ইন্সপেক্টর খায়রুল বাশার, এনএসআই কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, মো: মাজহার, ডিজিএফআই কর্মকর্তামো: বশির, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম, বাংলাদেশ কৃষি ব্যংক কক্সবাজার অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মো: জামাল উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক মো: নুরুল ইসলাম, সমাজসেবা উপপরিচালক প্রিতম কুমার চৌধুরী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আহসানুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, পৌর কাউনিন্সিলর এসআইএম আক্তার কামাল, সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা ড.মঈন উদ্দিন, সিনিয়র দন্ত চিকিৎসক ডা: কুতুবি, কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম, কালারমারছরার সাবেক চেয়ারম্যান রহুল কাদের বাবুল, শব্দাায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক কবি জসীম উদ্দিন বকুল, এনটিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আই জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, দৈনিক আজাদি জেলা প্রতিনিধি আহমদ গিয়াস, প্রবীন আইনজীবী এডভোকেট শামসুল আলম, এডভোকেট আবু মুসা মোহাম্মদ, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক রুমানা আক্তার, তৌহিদুল ইসলাম, পিটিআই সাবেক সুপার শিক্ষাবিদ মো: নাসির উদ্দিন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রবীর বড়ুয়া।
এছাড়া কোস্ট ট্রাস্ট সদর-১ এবং সদর ২ শাখা এবং বিভিন্ন প্রকল্পের কর্মীরা ইফতার সভায় উপস্থিত ছিল।
মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মৌলানা মো:ইসহাক।
উল্লেখ্য, কোস্ট ট্রাস্টের কক্সবাজার জেলার ২০ টি শাখা অফিসে বুধবার ইফতার সভা সম্পন্ন হয়েছে। এসব সভায় স্থানীয় মান্যগন্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।