সাদ্দাম হোসাইন, হ্নীলা:
টেকনাফের চারণ সাংবাদিক হুমায়ূন রশিদের পিতা আবদুস সালাম (৬৭) আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু রোগ মুক্তি কামনায় সকলের প্রতি দোয়া চেয়েছেন তাঁর পরিবারবর্গ।

পারিবারিক সূত্র জানায়, বুধবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হ্নীলা ফলের ডেইলস্থ নিজ বাড়ীতে আকস্মিক হৃদ-রোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত স্থানীয় উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সদর হাসপাতালে প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে সদর হাসপাতালে নেয়া হয়েছে। তাঁর অবস্থা শঙ্কামুক্ত নন বলে হাসপাতাল সূত্র জানায়।

তাঁর আশু রোগ মুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন পরিবারবর্গ।